করোনার কারণে ১১ মাস বন্ধ থাকার পর খুলেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস।
রোববার বিভিন্ন বিভাগের পরীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এর আগে অনলাইনে ক্লাস চললেও বন্ধ ছিল ক্যাম্পাস।
করোনার কারণে গত বছরের ১৭ মার্চ বন্ধ হয়ে যায় ক্যাম্পাস। এর পর অনলাইনে ক্লাস চললেও নানান দিক বিবেচনায় একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন বিভাগের পরীক্ষাগ্রহণের মাধ্যমে তা খুলে দেওয়া হলো। তবে বন্ধ থাকবে ছাত্রাবাস। বাইরে থেকে আসা শিক্ষার্থী বিশেষত ছাত্রীদের নিরাপদ অবস্থানের ব্যাপারে সহযোগিতার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনে শুরুতে ৪র্থ বর্ষ ও মাস্টার্স শ্রেণির পরীক্ষা গ্রহণ করা হবে।
রোববার সকাল ১০টায় পরীক্ষা চলাকালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের ধন্যবাদ জানান।

সেসময় উপাচার্যের সাথে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান ও একই বিভাগের অধ্যাপক ড. আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।