চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হেলিকপ্টারে এলেন বর, ফিরলেন বউকে ছাড়াই

কনের বয়স বিয়ের যোগ্য বা পূর্ণ না হওয়ায় বিয়ে ভেঙে দিয়েছেন নেত্রকোনার পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। মহা ধুমধামেই চলছিল বিয়ের আয়োজন। বিশাল তোরণ ও প্যান্ডেল সাজিয়ে বর পক্ষকে বরণ করতে প্রস্তুত কনে পক্ষ। বর আসছেন হেলিকপ্টারে এমন খবরে এলাকার উৎসুক জনতাও ভিড় করে পুরো এলাকায়। সময়মতো উপজেলার জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৫ ফেব্রুয়ারি বিকেলে অবতরণ করে বরের হেলিকপ্টার। পারিবারিকভাবেই বিয়ের দিন আগে থেকেই ঠিক হয়েছিল। কিন্তু কনে প্রাপ্তবয়ষ্ক নয় এমন তথ্যের ভিত্তিতে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কনের জন্ম নিবন্ধন দেখতে চাইলে সেটা যাচাই বাচাই করে ভুয়া প্রমানিত হলে সাথে সাথেই ইউএনও দু’পক্ষের মুচলেকা নিয়ে বিয়ে ভেঙে দেন। নিরুপায় হয়ে একরকম বাধ্য হয়েই বউকে ছাড়াই হেলিকাপ্টারে চড়ে ফিরে যেতে হয় বরকে। বাল্যবিবাহ রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের এমন আইনি উদ্যোগ পূর্বধলাতে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হচ্ছে।

ISCREEN
BSH
Bellow Post-Green View