লক্ষ্মীপুরে হিরামনিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তার কথিত প্রত্যাখ্যাত প্রেমিক অয়ন এবং সুমন পাটোয়ারীকে সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার তাদের দু’জনকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. মোসলে উদ্দিন জানান, থানায় রেখে বর্তমানে তাদের দু’জনের জিজ্ঞাবাদ চলছে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রী হিরামনিকে ঘরে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। হিরামনি ওই গ্রামের হারুনুর রশিদের মেয়ে। ক্যান্সারে আক্রান্ত বাবাকে নিয়ে তার মা ও ছোট দুই ভাইবোন ঢাকায় হাসপাতালে ছিলেন। হিরামনিও শুক্রবার সকালে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে এসেছিল।