চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হাসপাতালে খালেদা জিয়াকে ঘিরে সারাদিন যতো ঘটনা

KSRM

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬২১-৬২২ নম্বর তাকে রাখা হয়েছে।

কেবিনে রেখে ইতোমধ্যে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আতিকুল হকের অধীনে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া।

Bkash July

সোমবার দুপুরে ডা. আতিকুল হকের নেতৃত্বে অধ্যাপক ডা. জিলান মিয়া, অধ্যাপক ডা. শামীম আহমেদ ছাড়াও হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মাহবুবুল আলম ও অতিরিক্ত পরিচালক বেগম জিয়াকে দেখতে কেবিনে যান। তারা তার রক্তচাপ, নাড়ির স্পন্দন, তাপমাত্রা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করেন।

সোমবার বেলা সোয়া ১২টার দিকে বেগম খালেদা জিয়াকে নিয়ে গাড়িবহর নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ’র উদ্দেশে রওনা দেয়। বেলা সাড়ে ১২টার দিকে গাড়িবহরটি হাসপাতালে পৌঁছানোর পর তাকে কেবিন ব্লকে নিয়ে যাওয়া হয়।

Reneta June

কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খালেদা জিয়াকে হস্তান্তর করেছে বলে জানানো হয়েছে। কেবিন ব্লকে গঠন করা মেডিক্যাল বোর্ড তার শারীরিক অবস্থা নিয়ে বসেছেন। ইমেজিংসহ বেগম জিয়ার কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়লে সেগুলোও এখানে করা হবে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View