চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হাসপাতালের টেকনোলজিস্ট হত্যাকারীদের গ্রেপ্তার চেয়ে মানববন্ধন

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুর ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ সদর হাসপাতালের স্বাস্থ্য পরিবার।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা খুনীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Bkash July

এতে বক্তারা বলেন, করোনাকালে স্বাস্থ্যকর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছে। এজন্য অনেক সহকর্মী মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রতিটি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট সংকট রয়েছে। এই কম জনবল নিয়েও সামনের সারিতে থেকে সেবা দিয়ে যাচ্ছে মেডিকেল টেকনোলজিস্টরা। সেবা দিতে গিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলামকে খুন হতে হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আনিছুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আশরাফুল ইসলাম, স্টোর কিপার সুলেমান আহমদ।

Labaid
BSH
Bellow Post-Green View