যৌতুকের দাবিতে স্ত্রীকে পেটানোর অভিযোগে করা মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার তার শ্বশুর বাদী হয়ে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা করারর পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলায় ২ লাখ টাকা চেয়ে স্ত্রীকে দীর্ঘদিন ধরে নির্যাতন করার কথা উল্লেখ করা হয়েছে।
তবে গ্রেপ্তারের আগে হিরো আলম জানান, তার স্ত্রী একই এলাকার এক যুবকের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক রেখে আসছিল। আর এ কারণেই তিনি তাকে চড়-থাপ্পড় মারেন।
হিরো আলমের স্ত্রী এ ঘটনা অস্বীকার করে বলেন, সন্তানদের কথা ভেবে তিনি দীর্ঘদিন নির্যাতন সহ্য করে সংসার করছিলেন।
এরপর কোনো উপায় না পেয়েই আইনের আশ্রয় নিতে তিনি বাধ্য হয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হিরো আলমের বিরুদ্ধে মারপিটের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার তাকে আদালতে নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।