
সামনের তিন মাস টানা খেলায় বুঁদ থাকবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশের বাইরে দুটি দ্বিপাক্ষিক সিরিজ, এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলবেন রুমানা-সালমারা। যার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রাথমিক দলে থাকা ৩০ ক্রিকেটার সিলেটে শুরু হওয়া ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন।
বৃহস্পতিবার সকালেই বিমানযোগে সিলেট পৌঁছায় টিম টাইগ্রেস দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেলে অনুশীলনে নামে তারা। সিলেটে নিজেদের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবেন জাহানারা-সালমারা।
সহকারী কোচ হয়ে আসা ভারতীয় সাবেক ক্রিকেটার দেবিকা পালশিকরের এদিন ছিল প্রথম কর্মদিবস। হেড কোচ হিসেবে আছেন ডেভিড ক্যাপেল। মেয়েদের দলে নতুন ট্রেনার হিসেবে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার আনোয়ার হোসেন মনিরও।

পাঁচটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল সাউথ আফ্রিকা যাবে রুমানা আহমেদের দল। সেখান থেকে ফিরে মালয়েশিয়ায় এশিয়া কাপে খেলবে টাইগ্রেসরা। পরে আয়ারল্যান্ড যাবে। বাংলাদেশ নারী ক্রিকেট দল সেখানে দুই সপ্তাহ কাটিয়ে নেদারল্যান্ডসে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে যাবে।
প্রাথমিক দল: রুমানা আহমেদ, জাহানারা আলম, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, লিলি বিশ্বাস, আয়েশা রহমান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস, শারমিন সুলতানা, সোবহানা মুশতারী, সালমা খাতুন, সানজিদা ইসলাম, লতা মণ্ডল, শায়ালা শারমিন, মুর্শিদা খাতুন, শারমিন আক্তার, শায়মা সুলতানা, রিতু মণি, সুবর্ণা ইসলাম, পুজা চক্রবর্তী, সুলতানা খাতুন, শানু আক্তার, রূপা রায়, সাবেকুন নাহার, তাজিয়া আক্তার, হ্যাপি আলম।