চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সারাদিন মাঠেই কাটালেন সাকিব

বাংলাদেশ দল মাঠে আসার আগেই ইনডোরে অনুশীলনে নেমে পড়েন সাকিব আল হাসান। সকাল ১১টা থেকে এক ঘণ্টার নেট ব্যাটিংয়ের পর করোনা টেস্টের জন্য নমুনা দেন টাইগার অলরাউন্ডার। নেগেটিভ হয়ে দুপুরে যোগ দেন দলের সঙ্গে। ঢুকে পড়েন জৈব সুরক্ষা বলয়ে।

বিশ্রামের ফাঁকে হেড কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে কথা বলেন কিছুক্ষণ। মিরপুর ছাড়ার আগে কিছুটা সময় করেন রানিং। শের-ই-বাংলা স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন তিনবার।

Bkash July

পড়ন্ত বিকেলে ড্রেসিংরুমের সামনে ব্যাটিং করতে থাকা মুশফিকুর রহিমকে করেন কয়েকটি বল। বৃহস্পতিবার দিনটা মাঠেই কাটে সাকিবের।

শনিবার মিরপুরে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চোটের কারণে চট্টগ্রাম টেস্ট খেলতে পারেননি সাকিব। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টের দলে ফিরেছেন।

Reneta June

ব্যাটিং অনুশীলনে সাকিবকে দেখা গেছে বেশ সপ্রতিভ। ছয়জন নেট বোলারের মধ্যে ছিলেন দুই পেসার, একজন বাঁহাতি স্পিনার, একজন লেগ স্পিনার ও দুজন অফস্পিনার।

Labaid
BSH
Bellow Post-Green View