চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সম্রাটের জামিন বাতিলের আবেদনে হাইকোর্টের রুল

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে দেয়া জামিন বাতিলের আবেদনে রুল জারি করেছেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করেন। রুলে ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে এবং এবিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

Bkash July

গত ২২ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬ এই মামলায় সম্রাটকে জামিন দেন। এরপর কারামুক্ত হয়ে ২৬ আগস্ট দুপুরে হাসপাতাল ছাড়েন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র‍্যাব। একই বছরের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে এই মামলা করেন।

Labaid
BSH
Bellow Post-Green View