চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

লিবিয়ায় নিহত ৮ জনের ভৈরবের বাড়িতে শোকের মাতম

শাহ আজিজুল হক: লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে নিহতদের মধ্যে ৮ জনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। প্রিয়জনের মৃত্যুর খবরে তাদের পরিবারে চলছে শোকের মাতম।

নিহতরা হচ্ছেন: সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সাদ্দাম হোসেন আকাশ, একই ইউনিয়নের মৌটুপি গ্রামের সোহাগ আহমেদ, আকবর নগর গ্রামের মাহাবুব হোসেন , শ্র্রীনগর ইউনিয়নের সাকিবুল হাসান, মেলিটারি, শম্ভুপুর বড় কান্দার জানু মিয়া, একই গ্রামের মামুন মিয়া, সাদ্দাম মিয়া ও শম্ভুপুরে মোকশেদ আলীর পুত্র মোহাম্মদ আলী।

Bkash July

স্বজনরা জানান, দালালের মাধ্যমে ইটালি যাওয়ার উদ্দেশ্যের লিবিয়ায় পাড়ি জমান তারা। লিবিয়ায় বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে কাজের সন্ধানে যাচ্ছিলেন তারা। পথে মানব পাচারকারীরা তাদের জিম্মি করে। মানব পাচারকারীরা মোট ৩৮ জনকে জড়ো করে। তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য অপহৃতদের রাজধানী ত্রিপলিতে নেওয়ার চেষ্টা করা হয়। তবে দ্রুত মুক্তিপণ আদায়ের জন্যে মিজদাহ শহরে নিয়েই শুরু হয় বর্বর নির্যাতন। পরে জিম্মিদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই অন্তত ২৬ বাংলাদেশি নিহত হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান: দালালদের প্রলোভনে যুবকরা অবৈধ পথে লিবিয়াকে ব্যবহার করছে।

Reneta June

তিনি জানান: নিখোঁজদের পরিবারের তথ্যের ভিত্তিতে আমরা ৮ জনের একটি তালিকা তৈরি করেছি। দালালদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

ISCREEN
BSH
Bellow Post-Green View