চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রিয়ালের মাঠে এ যেন ক্ল্যাসিক বার্সা

অনেক দিন পর বার্সাকে চিরচেনা রূপে দেখতে পেয়েছে সমর্থকরা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে এ দিন পাত্তাই দেয়নি কাতালান জায়ান্টরা। লা লিগা টেবিল টপার রিয়ালের ঘরে এসে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে জাভি হার্নান্দেজের দল।

এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে নজর কাড়ে জাভির শিষ্যরা। বল নিয়ে একের পর এক রিয়াল দুর্গে হানা দিলেও দুর্গ ভেদ করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত বার্সার গলার কাটা হয়ে দলে টিকে যাওয়া উসমানে ডেম্বেলের বাড়িয়ে দেয়া বলে ২৯ মিনিটের সময় মাথা ছুঁইয়ে দলকে লিড এনে দেন পিয়েরে-এমেরিক অবামেয়াং।

Bkash July

ম্যাচের ৩৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল রিয়ালের। রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বার্সা গোলরক্ষকে একা পেয়েও গোল আদায় করতে ব্যর্থ হলে সমতায় ফেরা হয়নি কার্লো আনচেলেত্তির দলের।

এরপর খোলস ছেড়ে বের হতে থাকা বার্সা ফরোয়ার্ডরা। ৩৮ মিনিটের সময় ফের ডেম্বেলের বাড়িয়ে দেওয়া বলে মাথা ছুঁইয়ে ব্যবধান বাড়িয়ে নেন রোনাল্ড আরাউজো। বার্সা ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।

Reneta June

বিরতি থেকে ফিরে আরো আগ্রাসী হয়ে ওঠে জাভির দল। ৪৭ মিনিটে অবামেয়াংয়ের বাড়ানো বলে দলের ব্যবধান বাড়ানোয় ভূমিকা রাখেন ফেররান তরেস। পিছিয়ে পড়ে দিশেহারা রিয়াল রক্ষণভাগের সুযোগ নিয়ে তরেসের বাড়ানো বল জালে পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন অবামেয়াং।

৪-০ গোলে পিছিয়ে পরে ম্যাচে ফেরার চেষ্টা করেনি রিয়াল। উল্টো রক্ষণ দুর্গে বাড়তি পাহারা বসিয়ে দুর্গ সামলেছে অসহায় রিয়াল।

দারুণ জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে পিছনে ফেলে লা লিগার তিন নাম্বার অবস্থান ফিরে পেয়েছে বার্সা।

Labaid
BSH
Bellow Post-Green View