যৌন নির্যাতনের অভিযোগ আনা নারী কর্মীকে উল্টো চাকরিচ্যুত করেছে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। সহকর্মী ও একজন ক্লায়েন্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ওই নারীকে দেওয়া অব্যাহতিপত্রে বলা হয়েছে, তিনি মিথ্যা তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছেন।
গত আগস্টে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আনেন ওই নারী কর্মী। তিনি দাবি করেন, অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে আলিবাবা। এক ব্যবসায়ীক সফরে নিপীড়নের শিকার হন তিনি।
সেই সময় ওই নারী কর্মীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। তবে তার বিরুদ্ধে অপরাধের মামলা বাদ দেওয়া হয়। তবে সেই ঘটনায় একজন গ্রাহক এখনও পুলিশি তদন্তের আওতায় রয়েছে বলে ধারণা করা হয়।
ব্যাপকভাবে আলোচিত ওই ঘটনায় চীনে কর্মক্ষেত্রে নারীদের যে হয়রানির মুখোমুখি হতে হয়; তা নতুন করে সামনে আসে।
গত মাসে নারী কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে চীনের একটি জনপ্রিয় দৈনিক জানায়।। সংবাদপত্রটি ওই নারীকে বরখাস্ত করে যে চিঠি আলিবাবা দিয়েছে, তাও প্রকাশ করেছে।

সেই চিঠিতে বলা হয়েছে, ওই নারী নিপীড়ন নিয়ে এবং মামলাটি তদারকিতে কোম্পানির ভূমিকা নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। যা গুরুতর সামাজিক উদ্বেগ এবং কোম্পানির ওপর খারাপ প্রভাবের কারণ হয়েছে।
তবে চীনের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এখন পর্যন্ত ওই বরখাস্ত নিয়ে কোনো মন্তব্য করেনি।