চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মাছ চাষ ও পোনা উৎপাদনে স্বাবলম্বী খাগড়াছড়ির নারীরা

মাছ চাষ ও পোনা উৎপাদন করে স্বাবলম্বি হয়েছেন খাগড়াছড়ির নারীরা। অদম্য চেষ্টা আর শ্রমে হয়ে উঠেছেন সফল মৎস্যজীবী। শুধু মাছ চাষই নয়, জাল টেনে মাছ ধরা ও বাজারে বিক্রিসহ সব কাজই করেন তারা। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।

ISCREEN
BSH
Bellow Post-Green View