করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের তৈরি ভ্যাকসিন উৎপাদনের পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস।
মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি জানান, কোভিড-১৯ মহামারী মোকাবিলায় ভারত তার সিদ্ধান্তে অটুট রয়েছে, সে অনুযায়ী ভ্যাকসিন তৈরির পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। বিশ্বব্যাপী বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা হিসেবেও ভারতের একটা ভালো অবস্থান।
মহামারী লড়াইয়ে ড. গেব্রেইয়েসুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টাকে প্রশংসা করে বলেন, ‘কার্যকর এবং নিরাপদ ভ্যাকসিন সর্বত্র পৌঁছানোর মাধ্যমে সকলেই কোভিড-১৯ থেকে সুরক্ষিত হবে।’
গত রোববার ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন এবং ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন কোভ্যাক্সিনের চূড়ান্ত অনুমোদন দেয়।
চলতি বছরে অন্তত ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা আছে ভারতের।
করোনাভাইরাসে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা ভারতে। দেশটিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে দেড় লাখের বেশি।