
ভ্যাকসিন প্রয়োগের কারণে টানা তিন সপ্তাহ ধরে বিশ্বব্যাপী করোনা সংক্রমণের হার কমে যাওয়াকে উৎসাহজনক বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস।
ভারতের সেরাম ইন্সস্টিটিউটের দেয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা ভ্যাকসিনের ১০ লাখ ডোজের প্রথম চালান হাতে পেয়েছে সাউথ আফ্রিকা। দেশটিতে সংক্রমণ কমতে থাকায় পর্যায়ক্রমে বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামফোসা।
প্যালেস্টাইনে চলতি মাসের মাঝামাঝি নাগাদ প্রথম ধাপে প্রায় ৫০ হাজার বাসিন্দাকে টিকা দেয়া হবে বলে জানানো হয়েছে। জার্মান সেনাবাহিনী জানিয়েছে, স্বাস্থ্যসেবায় সহায়তার জন্য তারা ২০ জনের বেশি চিকিৎসক ও নার্সকে পর্তুগাল পাঠাবেন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে শুধু জানুয়ারি মাসে করোনায় ৯৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
দেশটিতে এপর্যন্ত করোনায় ৪ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সপ্তাহ থেকে শিক্ষার্থীদের জন্য স্কুল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক।