চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ভারতের উত্তরাখন্ডে ভূমিধসে আটকা পড়লেন প্রায় ২ হাজার যাত্রী

KSRM

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখন্ডে মহাসড়কে ভূমিধসের কারণে তীর্থযাত্রীসহ প্রায় ২ হাজারের মতো মানুষ আটকে পড়েছেন। শনিবার কর্মকর্তারা  আটকে পড়াদের সংখ্যা ১ হাজার ৮০০ জনেরও বেশি বলে জানান।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের রাজধানী দেরাদুনের ৩০৩ কিলোমিটার পূর্বে অবস্থিত চামোলি জেলার ঋষিকেশ-বদরিনাথ মহাসড়কে ভূমিধসের ঘটনা ঘটে। বদরিনাথ উত্তরাখন্ডের একটি হিন্দু তীর্থস্থান।

Bkash July

পুলিশ কর্মকর্তারা বলেন, গত সন্ধ্যায় ভূমিধসের কারণে বদরিনাথ পরিদর্শনে আসা তীর্থযাত্রীরা বিভিন্ন স্থানে আটকা পড়ে। জেলা পুলিশ জোশিমাত ও বদরিনাথের মধ্যকার যোগাযোগ বন্ধ করে দেয়।

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াতকে উদ্ধৃত করে স্থানীয় মিডিয়া জানায়, মহাসড়ক বন্ধের কারণে তীর্থযাত্রীসহ ১৮শ পর্যটক আটকা পড়েছে।

Reneta June

কর্মকর্তাদের মতে, ভূমিধসের কারণে পর্বত থেকে বিশাল পাথর সড়কের উপর ছড়িয়ে পড়েছে। এর ফলে সড়ক বন্ধ হয়ে গেছে।কর্তৃপক্ষ  অবিলম্বে সড়ক পরিস্কারের নির্দেশ দিয়েছেন। রাস্তাটি আজ বিকেলের মধ্যেই খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, উত্তরাখন্ডে দুর্গম পাহাড় রয়েছে। ঘন ঘন বৃষ্টির কারণে পর্বতে প্রায়ই ভূমিধস হয়।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View