বৃহস্পতিবার পূর্ণিমা-মারুফের ‘আমার স্বপ্ন’
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ৩টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় এ সপ্তাহের বিশেষ ছবি ‘আমার স্বপ্ন’
২০০২ সালে বাবা খ্যাতিমান নির্মাতা কাজী হায়াতের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয় কাজীয় মারুফের। প্রথম চলচ্চিত্র ‘ইতিহাস’ দিয়েই সাড়া ফেলে দিয়েছিলেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর বেশকিছু ছবিতে অভিনয় করেন তিনি। সাফল্য-ব্যর্থতার পাল্লা প্রায় সমান সমান!
এরমধ্যে অন্যতম আলোচিত একটি চলচ্চিত্র ‘আমার স্বপ্ন’। কারণ এই চলচ্চিত্রে তার বিপরীতে দেখা যায় চিত্রনায়িকা পূর্ণিমাকে। আর এই চলচ্চিত্রটিও পরিচালনা করেছেন কাজী হায়াত।
পূর্ণিমা-মারুফ অভিনীত এই ছবিটি এবার দেখতে পারবেন চ্যানেল আইয়ের দর্শক। এ সপ্তাহের বিশেষ ছবি হিসেবে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ৩টা ৩০ মিনিটে।
এতে পূর্ণিমা ও মারুফ ছাড়াও অভিনয় করেছেন বাপ্পারাজ, সাহারা, খালেদ খান, সুচনা, কাবিলা, মিশা সওদাগর, খালেদা আক্তার কল্পনা, আনিস, এটিএম শামসুজ্জামান প্রমুখ।