চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নানা আয়োজনে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’-এর আজ জন্মদিন। পথ চলার ২৩ বছর পূর্ণ করে ১ অক্টোবর থেকে ২৪ বছরের পথচলা শুরু হয়েছে চ্যানেল আইয়ের।

Bkash July

প্রতি বছর ১ অক্টোবর মানুষের মিলন মেলায় পরিণত হয় চ্যানেল আই চত্বর। এবছরেও তার ব্যতিক্রম হয়নি।

 

Reneta June

চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, “সবাই যেন বলি ‘আমার চ্যানেল আই’। এটুকুই প্রত্যাশা।”

 

চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘চ্যানেল আই প্রথম দিন থেকেই চেয়েছে গনমানুষের চ্যানেল হওয়ার। সেটা চ্যানেল আই কতটুকু পূরণ করতে পেরেছে, সেই বিচার আপনাদের মাঝে।’

 

চ্যানেল আই প্রাঙ্গণে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, মুকিত মজুমদার বাবু, জহির উদ্দিন মাহমুদ মামুন, শাইখ সিরাজ ও আবদুর রশিদ মজুমদার ও সমাজের বরেণ্যজন এবং শুভানুধ্যায়ী।

 

সকাল ১১টায় পায়রা উড়িয়ে ও কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনের উদ্বোধন করা হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে কেক কাটার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন শুরু হয়।

 

চ্যানেল আই গত ২৩ বছরে দর্শকপ্রিয় অসংখ্য অনুষ্ঠান উপহার দেওয়ার পাশাপাশি নতুন শিল্পী তৈরির এক কারিগর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

 

গান পরিবেশন করছে একদল শিল্পী।

 

আগের মতো টেলিভিশন অনুষ্ঠান একবার প্রচার করেই এখন তা আর্কাইভে চলে যাচ্ছে না। ফেসবুক লাইভ, ইউটিউবসহ নানান ডিজিটাল প্ল্যাটফর্মে আরো জীবন্ত হয়ে উঠছে টেলিভিশনের কনটেন্ট।

 

 

 

 

ছবি: মারুফউজ্জামান

Labaid
BSH
Bellow Post-Green View