
আইসিসির টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের মঞ্চে ব্যাটে-বলে আলো ছড়িয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে টপকে সিংহাসনে আসীন হলেন টাইগার স্পিন-অলরাউন্ডার।
বুধবার আবু ধাবিতে সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নেমেছে বাংলাদেশ। মাঠে নামার আগেই সুসংবাদটি পেয়েছেন সাকিব।
টি-টুয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের পাশে এখন ২৯৫ রেটিং পয়েন্ট। দুইয়ে নবি ২৭৫ পয়েন্ট নিয়ে।
আরব আমিরাত আসরে এপর্যন্ত ১১ উইকেট ও ১১৮ রানের দেখা পেয়েছেন সাকিব। বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে ও ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫১তম স্থানে আছেন তিনি।
বিজ্ঞাপন