চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রতিষ্ঠাবার্ষিকীতে গফরগাঁওয়ে সিপিবির আলোচনা সভা

সিপিবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গফরগাঁও-পাগলা আঞ্চলিক কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টায় স্থানীয় আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে ‘বাঙালির মুক্তি সংগ্রামে কমিউনিস্ট পার্টির ভূমিকা’ শীর্ষক  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

Bkash July

সিপিবি গফরগাঁও-পাগলা আঞ্চলিক কমিটির সভাপতি আজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি ডা. প্রদীপ চন্দ্র কর, বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি আশজাদুল বোরহান তাহসিন।

স্থানীয় সুধীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গফরগাঁও উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন ফিরোজ, উদীচী গফরগাঁও উপজেলা শাখার সভাপতি গোলাম মুহাম্মদ ফারুকী, চিত্রশিল্পী লুৎফর রহমান আরজ প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন সিপিবি গফরগাঁও-পাগলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুস সালেহীন।

ISCREEN
BSH
Bellow Post-Green View