
একাধিক নাটকে অভিনয় করে জুটি হিসেবে পরিচিতি পেয়েছেন মুশফিক ফারহান ও পারসা ইভানা। এবার তারা নতুন একটি শর্টফিল্মে অভিনয় করলেন, নাম ‘বাজি’। বড়দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) শর্টফিল্মটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার স্ক্রিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
প্রায় ১৪ মিনিটের ‘বাজি’ নির্মাণ করেছেন স্বরাজ দেব। যিনি সিয়াম-টয়াকে নিয়ে ‘বখাটে’ নির্মাণ করে আলোচিত হয়েছিলেন। মুশফিক ফারহান-ইভানা ছাড়াও ‘বাজি’তে অভিনয় করেছেন রাজকুমারী রিয়া।
নির্মাতা স্বরাজ দেব বলেন, ‘‘গল্পটি এ সময়কার। কাপলদের মধ্যে হরহামেশাই এমনটা দেখা যায়। প্রতিটি মানুষই ভালোবাসার কাঙাল। সবার মনে ভালোবাসা থাকে। কেউ প্রকাশ করে কেউবা আবার নিরব থাকে। কেউ কেউ আবার সম্পর্কটি নিয়ে ধরে বসেন বাজি। ওই বাজি থেকেই নির্মাণ করেছি এটি।’’
তিনি বলেন, আমার নির্মাণ ক্যারিয়ার শুরু করেছি ‘বখাটে’ নামের একটি শর্টফিল্ম দিয়ে। প্রথম কাজটি দর্শক গ্রহণ করেছিল। ‘বখাটে’ থেকেই দর্শক আমাকে ভালো ভাবে গ্রহণ করেছে। তাই তাদের সঙ্গে কোনো রকম প্রতারণা করার ইচ্ছা নেই।

বাজি প্রসঙ্গে সিলভার স্ক্রিনের কর্ণধার শাহিন কবির বলেন, সিলভার স্ক্রিন শুরু থেকেই ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে। এ শর্টফিল্ম তারই একটি অংশ। এর আগে তাহসানের একটি গান প্রকাশ করেছিলাম। এবার শর্টফিল্ম অবমুক্ত করলাম। এভাবে নিয়মিত ভালো কাজের সঙ্গে থাকবে সিলভার স্ক্রিন।