
কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় দুর্ঘটনাকবলিত ট্রাক-কাভার্ডভ্যান উদ্ধারকালে পুলিশের পিকআপকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে পুলিশের এএসআই আকতারসহ নিহত হয়েছে তিনজন।
সোমবার ভোর সোয়া ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
মিয়ার বাজার হাইওয়ে ওসি আবুল কালাম আজাদ জানান, ভোরে কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় ট্রাক- কাভার্ডভ্যান সংঘর্ষে বিকল হয়ে রাস্তায় পরে থাকলে হাইওয়ে পুলিশ রেকার নিয়ে উদ্ধারকালে পেছন দিক থেকে পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় আরেক কাভার্ডভ্যান।
সংঘর্ষে নিহতরা হলেন- চৌদ্দগ্রামের মিয়ারবাজার হাইওয়ে ফাড়িঁতে দায়িত্বরত এএসআই আকতার হোসেন। হেলপার সুমন আহমেদ লক্ষিপুর জেলার নন্দীগ্রামের ইসমাইল হোসেন বাবুলের ছেলে। আরেকজন হলেন মো. ফাহাদ।