ঈদের পর পর্যটকদের পদচারণায় মুখরিত পর্যটন শহর রাঙ্গামাটি। পর্যটক ভিড়ে হোটেল-মোটেলগুলোতে কক্ষ পাওয়া যাচ্ছে না। ঈদের লম্বা ছুটিতে যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে মানুষ ছুটেছেন পাহাড় হ্রদ ঘেরা মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে।
প্রকৃতির অপার সৌন্দর্য ছাড়াও রাঙ্গামাটিতে পর্যটকদের দেখার জন্য আছে ঝুলন্ত ব্রীজ, ডিসি বাংলো, পুলিশ বিভাগ পরিচালিত পলওয়েল পর্যটন, মিনি চিড়িয়াখানা, রাজবন বিহার, কাপ্তাই লেক ও সুভলং ঝর্ণা। তবে মানুষের বেড়ানোর আনন্দ কিছুটা স্লান করে দিয়েছে বৃষ্টি।
কয়েকজন পর্যটক বলেন, এখানে অসাধারণ পরিবেশ, সবুজ অরণ্য। এখানে যে জিনিসগুলো আমরা পাই তার ঢাকায় বা অন্য জায়গাতে পাই না।
ভ্রমণ পিপাসু মানুষদের ভ্রমণ নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোকময় চাকমা বলেন, বৃষ্টির কারণে যোগাযোগে সামান্য ব্যাঘাত ঘটেছিলো। তবে সেটা এখন কেটে গেছে।

তবে পর্যটন স্পটগুলোর অনেক স্থাপনা জরাজীর্ণ হয়ে গেছে। সেসবের সংস্কার উদ্যোগ নিতে পর্যটন কর্পোরেশনের প্রতি অনুরোধ জানিয়েছেন রাঙ্গামাটি বেড়াতে আসা দেশী বিদেশী পর্যটকরা।