বিজ্ঞাপন
গ্রীক স্টিফানো সিৎসিফাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককের ফাইনালে উঠে গেছেন ড্যানিল মেদভেদেভ। টুর্নামেন্টের চতুর্থ বাছাই সিৎসিফাসকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি ২৫ বছর বয়সী রাশিয়ান তারকাকে।
গত বছর ইউএস ওপেন জেতা মেদভেদেভের সামনে এখন হাতছানি প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের। ফাইনালে তার বাধা রেকর্ড ২০ বার গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। যিনি জিতলেই ফেদেরার ও জোকোভিচকে টপকে ২১তম গ্র্যান্ড স্লামজয়ী প্রথম হবেন।
শুক্রবার রড লেভার অ্যারেনায় প্রথম সেট হয়েছে টাই। টাইব্রেকারে অবশ্য সিৎসিফাসকে হারিয়ে সেট জিতে নেন মেদভেদেভ। পরের সেটে ঘুরে দাঁড়ান সিৎসিফাস। ৬-৪ ব্যবধানে জিতে সমতা আনেন গ্রীক তারকা।
তৃতীয় আর চতুর্থ সেটে সিৎসিফাসকে কোনো সুযোগই দেননি র্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা মেদভেদেভ। ৬-৪ ও ৬-১ ব্যবধানে সেট দুটি জিতে সহজে ফাইনালের টিকেট পেয়ে যান রুশ তারকা।
রোববার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শিরোপার লড়াইয়ে নামবেন নাদাল ও মেদভেদেভ।
বিজ্ঞাপন