চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নাঈমের সেঞ্চুরি, অঙ্কনের ফিফটি

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড শুরুর দিনেই অলআউটের শঙ্কায় পড়েছিল বিসিবি উত্তরাঞ্চল। চট্টগ্রামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ২৪ রানে হারিয়ে বসে ৩ উইকেট। সেখান থেকে নাঈম ইসলামের হার না মানা সেঞ্চুরিতে বড় সংগ্রহের আশা জেগেছে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমদিনের খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ২৪৬ রান। নাঈম ১২৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৫৩ রানে অপরাজিত আছেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে এসেছে ১৩২ রান।

Bkash July

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২৮তম সেঞ্চুরির দেখা পান নাঈম। ১৪ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসে মোকাবেলা করেন ২৯৭ বল।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় উত্তরাঞ্চল। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন- দুই ওপেনার রানের খাতা খুলতে পারেননি।

Reneta June

জুনায়েদ সিদ্দিকীও টিকতে পারেননি বেশিক্ষণ। ১৫ রান করে ফেরেন সাজঘরে। মার্শাল আইয়ুবের সঙ্গে জুটি জমে নাঈমের। চতুর্থ উইকেট জুটিতে আসে ৯০ রান। অধিনায়ক মার্শাল ৪৭ রান করে আউট হন।

দক্ষিণাঞ্চলের নাহিদুল ইসলাম দুটি, নাসুম আহমেদ ও মেহেদী হাসান নেন একটি করে উইকেট।

Labaid
BSH
Bellow Post-Green View