চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নর্দেকে থামাতে পারবে আবাহনী?

আবার বাংলাদেশের মাঠে সনি নর্দে। এবার বাংলাদেশি কোনও ক্লাবের হয়ে নয়। ভারতের মোহনবাগানের হয়ে আবাহনীকে কাঁপিয়ে দিতে আগমন এই হাইতিয়ান ফরোয়ার্ডের। এএফসি কাপের শেষ ম্যাচে আকাশী-নীল বাহিনীর বিপক্ষে বুধবার মুখোমুখি হচ্ছে নর্দের মোহনবাগান। ঢাকার মাঠে খেলে গেছেন কয়েক মৌসুম। শুরুটা শেখ রাসেলের হয়ে। পরে শেখ জামালের জার্সিতে নর্দেকে চিনেছে দক্ষিণ এশিয়ার দর্শকরা। তিন মৌসুম ধরে খেলছেন কলকাতার ক্লাব মোহনবাগানের হয়ে। ঢাকার মাঠে খেলার দরুন আবাহনীকে ভালোই চেনা এই হাইতিয়ানের।

গ্রুপপর্বের প্রথম দেখায় মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরে এসেছিল দ্রাগো মামিচের শীষ্যরা। তবে যতটা না অন্য ফুটবলারদের কাছে তারচেয়ে বেশি এই সনি নর্দের নৈপুণ্যের কাছেই হারতে হয়েছিল আবাহনীকে। নিজে এক গোল করার পাশাপাশি করিয়েছিলেন আরেকটি। তাই নর্দেকে নিয়েই বেশি সাবধান থাকতে হচ্ছে ঢাকার জায়ান্টদের।

Bkash July

এবার নিজেদের ঘরের মাঠে আগের হারের বদলা নিতে চায় আবাহনী। গ্রুপপর্বে নিজেদের মাঠে সর্বশেষ ম্যাচে দশজনের দল নিয়েও শক্তিশালী বেঙ্গালুরু এএফসিকে ২-০ গোলে হারিয়ে ছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা। তাই এবার বেশ আত্মবিশ্বাসী আকাশী-নীলরা।

Reneta June

গ্রুপ পর্বে ৫ ম্যাচে মাত্র এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আবাহনী। আর দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে মোহনবাগান আছে ঠিক এক ধাপ উপরে। দুই দলেরেই এএফসি কাপ মিশন শেষ। আবাহনীর তবু আশা বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাত পৌনে আটটায় শুরু হওয়া ম্যাচটা জিতে এএফসি যাত্রা রাঙিয়ে রাখার।

Labaid
BSH
Bellow Post-Green View