চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নজরুলের প্রয়াণ দিনে চ্যানেল আইয়ে ‘রাক্ষুসী’

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় এদিন এই চ্যানেলে প্রচারিত হবে তারই গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘রাক্ষুসী’।

ছবিটির চিত্রনাট্য করেছেন আহমেদ জামান চৌধুরী এবং পরিচালনায় মতিন রহমান।

এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, রোজিনা, পূর্ণিমা, দিলারা জামান, লুৎফর রহমান জর্জ, রহমত আলী, ফখরুল হাসান বৈরাগী।

কাহিনীতে দেখা যাবে, একটি পশ্চিম বাংলার বীরভূমি বাগদী এলাকার রাঢ় বংশীয় নিম্ন শ্রেণীর গল্প এবং যেখানে কাহিনী গড়ে উঠেছে বঞ্চিত এক নারীর ক্ষোভের মধ্যে দিয়ে।

চ্যানেল আইয়ে বেলা ৩ টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘রাক্ষুসী’।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মহাপ্রয়াণ দিবসে (২৭ আগস্ট) এর সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হয়েছে নজরুল গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হয় নজরুল বিষয়ক বিশেষ ‘তৃতীয় মাত্রা’।

দুপুর ১২.৩৫ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি দেখানো হয় অনিন্দিতা কাজীর অংশগ্রহণে ওয়ালটন ল্যাপটপ ‘তারকাকথন’।