চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘টেনেট’ এর রেকর্ড ভাঙল ‘গডজিলা ভার্সেস কং’

আমেরিকায় ৩১ মার্চ মুক্তি পেয়েছে ‘গডজিলা ভার্সেস কং’। করোনা মহামারীর মাঝেও বক্স অফিসে চমক দেখাচ্ছে এই ছবি। ‘টেনেট’ এর রেকর্ড ভেঙে মহামারীতে সবচেয়ে বেশি আয়কারি ছবির খেতাব জিতে নিয়েছে ‘গডজিলা ভার্সেস কং’।

ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ আমেরিকায় আয় করেছিল ৫৮.৪ মিলিয়ন ডলার। ‘গডজিলা ভার্সেস কং’ ছবিটি আমেরিকার বক্স অফিসে এখন পর্যন্ত আয় করেছে ৭০ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে ছবির আয় ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

Bkash July

আমেরিকা ছাড়াও চীন, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও রাশিয়ায় ভালো ব্যবসা করছে ছবিটি।

কিংকং ও গডজিলা চরিত্র দুটি সিনেপ্রেমীদের খুব প্রিয়। তাই একসঙ্গে তাদের আবির্ভাব নিয়ে দর্শকদের আগ্রহ প্রবল। ২০২০ সালের ২৯ মে ছবিটি সারা বিশ্বের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে মুক্তি।

Reneta June

গডজিলা ও কিংকং, এই দুই চরিত্রের সংঘাত নিয়েই ছবির চিত্রনাট্য। মানুষের চক্রান্তের শিকার হতে চলেছে অসম শক্তিধর এই দুই প্রাণী। শুধু তাই নয়, মানুষের চক্রান্তের ফলে দু’জনেরই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছবিতে। -কইমই

Labaid
BSH
Bellow Post-Green View