চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টাঙ্গাইলে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থ‌গিত

ইউপি নির্বাচন

KSRM

টাঙ্গাই‌লের ভূঞাপু‌রে দুই প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিশৃঙ্খলার কার‌ণে এক‌টি কে‌ন্দ্রে ভোটগ্রহণ স্থ‌গিত করা হ‌য়ে‌ছে।

রোববার সকালে উপ‌জেলার অ‌লোয়া ইউ‌নিয়‌নের আকালু সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে এই ঘটনা ঘ‌টে।

Bkash July

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে জোরপূর্বক ভোট দেয়া নিয়ে সরকারদলীয় ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক‌দের ম‌ধ্যে বাকবিতণ্ডার এক পর্যা‌য়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

অ‌লোয়া ইউ‌নিয়‌নের আকালু সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রের দা‌য়িত্বপ্রাপ্ত প্রিজাই‌ডিং কর্মকর্তা আ‌নোয়ার হো‌সেন ব‌লেন, ভোট দেয়া‌ নিয়ে কে‌ন্দ্রের ভিতর দুই প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার কার‌ণে বিশৃঙ্খলার সৃ‌ষ্টি হ‌লে ভোটগ্রহণ স্থ‌গিত করা হয়।

Reneta June

সরকারদলীয় কর্মীদের বিরুদ্ধে প্রকা‌শ্যে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা।

ভূঞাপুর উপজেলার ১০৫নং বঙ্গবন্ধু পূর্ব পুনবার্সন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও প্রকাশ্যে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রর প্রিজাইডিং অফিসার খায়রুল ইসলাম জানান, এ কেন্দ্রে ৩১৮৫ জন ভোটার রয়েছে। প্রকাশ্যে সিল না মারার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞাপন