
টাঙ্গাইলের ভূঞাপুরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিশৃঙ্খলার কারণে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
রোববার সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে জোরপূর্বক ভোট দেয়া নিয়ে সরকারদলীয় ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ভোট দেয়া নিয়ে কেন্দ্রের ভিতর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হলে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

সরকারদলীয় কর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা।
ভূঞাপুর উপজেলার ১০৫নং বঙ্গবন্ধু পূর্ব পুনবার্সন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও প্রকাশ্যে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রর প্রিজাইডিং অফিসার খায়রুল ইসলাম জানান, এ কেন্দ্রে ৩১৮৫ জন ভোটার রয়েছে। প্রকাশ্যে সিল না মারার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে।