২০ বছর আগে মুক্তি পেয়েছিল রিডলি স্কট পরিচালিত সাড়া জাগানো ‘গ্ল্যাডিয়েটর’ ছবিটি। ২০০০ সালের ৫ মে মুক্তি পাওয়া এই ছবিটি বিশ্বব্যাপী ৪৬০ মিলিয়ন ডলার আয় করে। এছাড়াও ৭৩তম একাডেমি পুরস্কারে ছবিটি জিতে নেয় শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতার সহ আরও তিনটি বিভাগে অস্কার।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়া টুইটারে রাসেল ক্রো এই প্রসঙ্গে একটি টুইট করেন। তিনি লিখেছেন, ‘২০ বছর আগে আজকের দিনে আমেরিকার সিনেমা হলগুলোতে গ্ল্যাডিয়েটর মুক্তি পেয়েছিল। শক্তির এবং সম্মানের…’
‘গ্ল্যাডিয়েটর’ সিনেমায় রাসেল ক্রো অভিনয় করেছিলেন রোমান আর্মি ‘ম্যাক্সিমাস’ চরিত্রে। তার অভিনীত আরও কিছু জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘আ বিউটিফুল মাইন্ড’, ‘সুপারম্যান-ম্যান অব স্টিল’, ‘দ্য মামি’ ইত্যাদি।
20 years ago today Gladiator was released in cinemas in the United States …
Strength and Honour …
— Russell Crowe (@russellcrowe) May 4, 2020