চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কার্যালয় তল্লাশির ‘দায়ে’ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ‘বেআইনিভাবে তল্লাশি’র দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

Bkash July

এই ঘটনাকে দেশের ইতিহাসের কলঙ্কজনক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, অতীতে বিএনপির কার্যালয়ে তল্লাশি চালানো হলেও কখনো দলীয় প্রধানের কার্যালয়ে এভাবে ‘বেআইনিভাবে তল্লাশি’ করা হয়নি। এই সরকার তা করে একটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে।

ফখরুল বলেন, বিএনপি যখন ‘ভিশন-২০৩০’ দিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির দিকে যাচ্ছে তখন চেয়ারপারসনের কার্যালয়ে অভিযান গণতন্ত্রের জন্য অশনি সংকেত।

Reneta June

তাই চেয়ারপারসনের কার্যালয় তল্লাশির সম্পূর্ণ দায় স্বরাষ্টমন্ত্রীকে নিতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।।

এ সময় কোন ভবন বা কার্যালয় তল্লাশির ক্ষেত্রে আইনি যে নিয়ম মানা উচিত, তা মানা হয়নি বলে ব্যাখ্যা দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়শনের সভাপতি এ্যাড. জয়নাল আবেদিন।

তিনি বলেন, আইনের ১০৩ ধারা এবং ৯৬ ধারা মেনে তল্লাশি করা হয়নি। ভবন তল্লাশির আগে ভবনের মালিক বা দায়িত্বরত ব্যক্তির কাছে নোটিশ পাঠাতে হয়। কিন্তু প্রশাসন তা না করে অন্যায়ভাবে তালা ভেঙে ভবনে ঢুকেছে। তারা আদালতের সঠিক নির্দেশনা মানেনি।

এ বিষয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আইনী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান এ্যাড. জয়নাল আবেদিন।

Labaid
BSH
Bellow Post-Green View