কাইলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে বার্সেলোনাকে তাদেরই মাঠে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল পিএসজি। বার্সার সান্ত্বনার গোলটি লিওনেল মেসির, পেনাল্টি থেকে করা।
মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে সেরা ষোলোর প্রথম লেগে বার্সাকে ৪-১ গোলে হারিয়ে গেছে ফরাসি জায়ান্ট পিএসজি। ১০ মার্চ পিএসজি মাঠে হবে ফিরতি লেগ।

ম্যাচের ২৭ মিনিটে লিড নিয়েছিল বার্সেলোনাই। ডি ইয়ংকে ফাউল করে অতিথিরা। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মেসি।
বিজ্ঞাপন
সেই শেষ। এরপর কেবলই এমবাপে প্রদর্শনী। পাঁচ মিনিট পর সমতা ফেরান ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকা। ভেরাত্তির ক্রসে বল পেয়ে জাল খুঁজে নেন।
মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৬৫ মিনিটে লিড নেয় পিএসজি। দারুণ এক কোনাকুনি শটে অতিথিদের আনন্দে ভাসান এমবাপে।
পাঁচ মিনিট পর পারেদেসের ফ্রি-কিকে আসা বলে মাথা ছুঁয়ে জালে জড়ান মোইসে কিন। হয়ে যায় ৩-১।
ম্যাচের ৮৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। ড্রাক্সলারের থেকে বলের যোগান পেয়ে বার্সার জালে শেষ পেরেকটি ঠোকেন তিনি।
রাতের আরেক ম্যাচে মোহামেদ সালাহ ও সাদিও মানের গোলে আরবি লেইপজিগের মাঠ থেকে ২-০ গোলের জয় তুলে সেরা আটের পথে এগিয়ে গেছে লিভারপুল।