চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আম্পান: রাজশাহীতে আম-লিচুর ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে রাজশাহী অঞ্চলে আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।

ইতোমধ্যে স্থল নিম্নচাপে পরিণত হয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অতিক্রম করেছে আম্পান। ফলে সারারাত ওই এলাকায় ব্যাপক ঝড়বৃষ্টি হয়।

আম্পানের প্রভাবে এ অঞ্চলে ঘরবাড়ির টিনের চাল ও গাছপালা ভেঙে যায়। এতে আম বাগানেরও ব্যাপক ক্ষতি হয়েছে, লিচু নষ্ট হয়ে গেছে, অন্যান্য উঠতি ফসলেরও ক্ষতি হয়েছে।

মাথায় হাত পড়েছে আমচাষিদের। এবার এমনিতেই দাম নিয়ে শঙ্কায় ছিলেন আমচাষিরা। এর মধ্যে ঝড়ে আমের ডাল-পালাও ভেঙে গেছে। আমবাগানগুলোতে বৃহস্পতিবার সকালে যেন ঝরে পড়া আমের স্তুপ পড়ে থাকতে দেখা যায়।

বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় বিপর্যস্ত ছিলো পুরো এলাকা।

রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর, বাঘা, চারঘাট, পবা, বাগমারা, গোদাগাড়ী, মোহনপুর ও তানোরেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাঘা-চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুরের আমচাষিদের। এই চারটি উপজেলাতেই আমচাষ সাধারণত বেশি হয়।

বুধবারে ঝড়ে ১০ থকে ১৫ শতাংশের মতো আম পড়ে গেছে। এবার ১৭ হাজার ৬ শত ৮৬ জমিতে ২ লাখ ১০ হাজার ৯ শত ৪৭ মেট্রিক টন আমের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View