চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি’

KSRM

চার মাস আগেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি সিরিজ। ১৭ বছরের পথচলায় মাত্র একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা যাদের বিপক্ষে। এমন বাস্তবতায় সিরিজ নিয়ে বড় প্রত্যাশা করার সুযোগ থাকে সামান্যই! বাংলাদেশও দূরের চিন্তা করেনি। অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, ম্যাচ জিততে হবে এমন ভাবনা ছিল না দলের। ভালো ক্রিকেট খেলতে চেয়েছে টিম টাইগার্স।

ভালো খেলার পথ ধরে তিন ম্যাচের তিনটিতেই এসেছে জয়। প্রথম দেখাতেই ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয় প্রত্যাশা ছাড়িয়ে যাওয়া অর্জন। টি-টুয়েন্টিতে নিঃসন্দেহে সেরা সাফল্যের একটি।

Bkash July

মঙ্গলবার মিরপুরে ১৬ রানে জিতে সফরকারীদের হোওয়াইটওয়াশ করে বাংলাদেশ। সাকিব জানান সিরিজ শুরুর আগের ভাবনার কথা, ‘না, ওভাবে ছিল না (হোয়াইটওয়াশ করার প্রত্যাশা)। আমরা সিরিজ শুরুর আগে চিন্তাও করিনি আমাদের ম্যাচ জিততে হবে বা এমনকিছু। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি।’

‘তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি যে ব্যাটিংয়ে যে যতটুকু পারি অবদান রাখার। ফিল্ডিং আমার মনে হয় তিনটা ম্যাচেই অসাধারণ হয়েছে। বিশেষ করে টি-টুয়েন্টিতে ২ রান, ৪ রান, ১০-১৫ রান অনেক পার্থক্য গড়ে দেয়, ওই জায়গাটায় আমরা অনেক বড় একটা টিক মার্ক পেয়েছিলাম।’

Reneta June

বিজ্ঞাপন