চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অযোধ্যায় রাম মন্দির নির্মাণে সবার আগে অক্ষয়!

KSRM

দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে ২০১৯ সালের নভেম্বরে অযোধ্যার জমিতে হিন্দুদের রাম মন্দির করার পক্ষে রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী গেল বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে ভূমিপুজোর কাজ হওয়ার পর মন্দিরের কাজ শুরু হয়েছিল।

তবে এই রাম মন্দির নির্মাণের জন্য দেশবাসীর কাছ থেকে অনুদান নেওয়া হবে বলে আগেই জানিয়ে দেওয়া হয়। যে অনুযায়ী সম্প্রতি মকর সংক্রান্তির পর অর্থাৎ ১৫ জানুয়ারি থেকে শুরু করে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রাম মন্দির নির্মাণের অর্থ সংগ্রহের কাজ। আর সেই মন্দির নির্মাণের অর্থ দানেই বলিউড তারকাদের ভেতর সবার আগে এগিয়ে আসলেন অক্ষয় কুমার।

Bkash July

শুধু তাই নয়, নিজের পাশাপাশি সকল ভক্ত-অনুরাগীদের কাছে অযোধ্যার রাম মন্দির গড়তে অনুদান দেওয়ার আর্জি করেছেন অক্ষয়। রবিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে এই অনুরোধ করেন এই অভিনেতা।

ভিডিওটির ক্যাপশনে অক্ষয় লিখেছেন যে, এটি খুব খুশির খবর যে অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে গেছে। এবার আমাদের সময় এসেছে সাধ্যমতো অনুদান দেওয়ার। আমি শুরু করলাম, আশা করছি আপনারাও যোগ দেবেন… জয় শ্রী রাম’।

Reneta June

মন্দিরটির নির্মাণের জন্য প্রয়োজন ১১০০ কোটি রুপি। ফলে ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন প্রকল্পটির অর্থ সংগ্রহের কাজে নেমে পরেছে। পাশাপাশি ভারতের ৫ লাখ ২৫ হাজার গ্রাম থেকে সংগ্রহ করা অর্থ ৪৮ ঘন্টার মধ্যে ব্যাংকে রাম মন্দির গঠনের তহবিলে জমা হচ্ছে।

এদিকে মন্দিরের এই প্রকল্প নির্মাণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই তহবিলে দান করেছেন ৫ লক্ষ ১০০ টাকা । তবে অক্ষয় কী পরিমাণ অর্থ অনুদান করেছেন সে বিষয়ে কিছু খোলাসা করেননি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View