চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সিনেমার জন্য প্রথমবার তবীবের গান

প্রথমবার সিনেমার গানে ‘গাল্লিবয়’ খ্যাত গীতিকার ও সংগীতশিল্পী তবীব মাহমুদ। তবে গানটিতে তিনি কণ্ঠ দিচ্ছেন না, শুধু গানের কথাগুলোই তার লেখা। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন তবীব। 

অনন্য মামুনের আসন্ন সিনেমা ‘নবাব এলএলবি’র জন্যই মূলত গান লিখেছেন তবীব। গেল মার্চেই প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রেটি প্রোডাকশন ঘোষণা দেয়, ‘নবাব এলএলবি’তে অভিনয় করবেন শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়ার মতো তারকারা। এরপর থেকেই ছবিটি নিয়ে প্রতীক্ষায় ভক্ত অনুরাগীরা। কিন্তু করোনার কারণে ছবির শুটিং শুরু করতে পারেননি সংশ্লিষ্টরা। শিগগির ছবির কাজ শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা অনন্য মামুন। তারই ধারাবাহিকতায় এই ছবির টাইটেল ট্র্যাক-এর জন্য গান লিখিয়ে নিলেন তবীবকে দিয়ে।

বিষয়টি নিয়ে তবীব জানান, পরিচালক অনন্য মামুন ভাই আমাকে একটি প্লট বলেছেন, পরিস্থিতি বর্ণনা করেছেন। তার উপরই আমি গানটি লিখে দিয়েছি। গানের কথাগুলো না বললেও তবীব জানান, গানটি মূলত ধর্ষিত একজন নারীকে নিয়ে লেখা। ধর্ষিত নারীকে সমাজে বিরূপ আচরণ ও অবহেলার শিকার হতে হয়, এটাই গানটির প্রেক্ষাপট।

গানটি গাইবেন কে, এ বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলেও জানান তবীব। তবে প্রথমবার সিনেমার জন্য গান লিখে অন্যরকম অনুভূতির কথাও বলেন এই তরুণ।

এক গান গেয়েই ভাইরাল হয়েছিলেন ‘গাল্লিবয়’ খ্যাত পথশিশু রানা ও তার আবিষ্কারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবীব মাহমুদ। পরবর্তীতে এই জুটির একাধিক গান শ্রোতা-দর্শক পছন্দ করেন। সর্বশেষ গেল জুন মাসের শেষ দিকে এই জুটিকে গাইতে দেখা গেছে ‘আই কান্ট ব্রেথ’ শিরোনামে একটি গান। সেটিও প্রায় ১৭ লাখ দর্শক দেখেছেন!

নিজের গান নিয়ে সামনে কোনো পরিকল্পনা আছে কিনা, জানতে চাইলে তবীব বলেন- আমার হাতে একাধিক গান রয়েছে। সামনের মাসে আমরা আরেকটি গান নিয়ে আসছি।

রাজধানীর কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম ‘গাল্লি বয়’ নামে একটি র‌্যাপ সংগীত নির্মাণ করেন তবীব মাহমুদ। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত বছরের ১৭ জুলাই ইউটিউবে ‘গাল্লি বয় পার্ট-২’ শিরোনামের গান প্রকাশের একদিনেই ১ মিলিয়ন ভিউ হয়। এই গান নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর প্রকাশিত হয়। রানার গানে ফুটে উঠে পথ শিশুদের জীবনকথা, চাওয়া, না পাওয়া, বঞ্চনার চিত্র।