চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আসছে শুক্রবার ‘অলাতচক্র’র দিন, ১৭ প্রেক্ষাগৃহে মুক্তি

বাংলাদেশের প্রথম থ্রিডি সিনেমা হতে যাচ্ছে ‘অলাতচক্র’। পাশাপাশি এই ছবিটি আরো কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়ের প্রেক্ষাপট, দ্বিতীয়ত এটি দেশের প্রখ্যাত লেখক আহমদ ছফার বাস্তব জীবনের অভিজ্ঞতার বয়ান।

সিনেমাটির মুক্তি সামনে রেখে চলছে প্রচার প্রচারণার কাজ। এরইমধ্যে পোস্টার, টিজার ও ট্রেলার প্রশংসিত হয়েছে। আর এবার জানা গেলো, দেশের কতোটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

তরুণ পরিচালক হাবীবুর রহমান হাবীব জানিয়েছেন, আসছে শুক্রবার (১৯ মার্চ) অলাতচক্র ছবিটি দেশের অন্তত ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে।

রাজধানী ঢাকার মধ্যে আছেন বসুন্ধরায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, এস কে এস টাওয়ার, যমুনা ব্লক বাস্টার, শ্যামলী সিনেমা হলের মতো শীর্ষস্থানীয় প্রেক্ষাগৃহগুলো।

এছাড়া ঢাকার বাইরে অলাতচক্র মুক্তি পাচ্ছে নারয়াণগঞ্জের শীতাতপ নিয়ন্ত্রিত সিনেস্কোপ,  চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রীন, খুলনার সঙ্গীতা,  কক্সবাজারের স্কাই ভিউ, ময়মনসিংহের পূরবী, দিনাজপুরের মডার্ন, বরিশালের অভিরুচি, রংপুরের শাপলা, সাভারের সেনা অডিটোরিয়াম, জয়দেবপুরের বর্ষা এবং শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা হল।

দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত তায়েবার মধ্যকার অস্ফুট ভালোবাসা, মানসিক টানাপোড়েন, মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, সে সময়ের রাজনীতির নানা প্রেক্ষাপট চিত্রায়িত হয়েছে অলাতচক্র উপন্যাসে। সিনেমার ট্রেলারেও তেমন ইঙ্গিতই পাওয়া গেছে। ছবিটি নিয়ে চলচ্চিত্রের নিয়মিত দর্শকের পাশাপাশি প্রতীক্ষায় আছেন শিল্প সাহিত্য অঙ্গনের মানুষেরাও।

আর মাত্র এক সপ্তাহ! এরপরই মুক্তি পাচ্ছে মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে মিজ অঁ সিনের এই নিবেদন। সিনেমায় তায়েবা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আর দানিয়েল চরিত্রে আছেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল।

১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’ ছবির শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে। সরকারি অনুদানে নির্মিত এই ছবিতে অন্যান্য চরিত্রে আছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

‘অলাতচক্র’ ছবিটির পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া, এবং ছবিটির টিভি সহযোগী হিসেবে আছে চ্যানেল আই।