চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নিরাপদ সড়ক আন্দোলনে আটকদের মুক্তি চেয়ে ৬৯ নাগরিকের বিবৃতি

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় নির্বিচারে আটককৃতদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন ৬৯ জন বিশিষ্ট ব্যক্তি।

বিবৃতিতে বলা হয়, ‘নিরাপদ সড়ক, আইনের শাসন এবং বিচারের দাবিতে স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালায়। সাংবাদিক ও আলোকচিত্রীদের উপরও তারা হামলা চালায়।

নির্বিচারে আটক ও আটককৃত শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে জানিয়ে এর তীব্র নিন্দা জানানো হয়।’

‘শিক্ষার্থী, সাংবাদিক ও অধিকার কর্মীদের উপর সরকারি দমন পীড়ন’ বন্ধের আহ্বান জানিয়ে আলোকচিত্রী শহিদুল আলমের নিঃশর্ত মুক্তি এবং তাকে যারা নির্যাতন করছে তাদের শাস্তি দাবি করা হয় বিবৃতিতে।

বিবৃতিদাতারা হলেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, স্থপতি বশিরুল হক, মানবাধিকারকর্মী শাহিন আনাম, ব্যারিস্টার রাজা দেবাশিষ রয়সহ ৬৯ জন।