চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘দিনশেষে দর্শক পারিবারিক ড্রামাগুলোই মনে রাখে’

নতুন ধারাবাহিক 'হাওয়াই মিঠাই' প্রসঙ্গে ইমতিয়াজ নেয়ামুল

নাটক-চলচ্চিত্র দুই মাধ্যমেই কাজ করেন ইমতিয়াজ নেয়ামূল। ফেরদৌসকে নিয়ে তিনি ‘এক কাপ চা’ চলচ্চিত্র বানিয়েছিলেন। বর্তমানে তার দুই ছবি ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এর ফাঁকেই ধারাবাহিক নাটক ‘হাওয়াই মিঠাই’ বানালেন। এটি তার সপ্তম ধারাবাহিক।

ছোটপর্দার একঝাঁক পরিচিত মুখ এ ধারাবাহিকে অভিনয় করেছেন। তারা হলেন মামুনর রশীদ, লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ, এফ এস নাঈম, রোজী সিদ্দিকী, নাবিলা ইসলাম, নাদিয়া মিম, মারজুক রাসেল, সোহেল খান, শামীমা নাজনীন, এ্যালেন শুভ্র।

নতুন ধারাবাহিক ‘হাওয়াই মিঠাই’ প্রসঙ্গে নির্মাতা নেয়ামুল বলেন, এটি পারিবারিক কমেডি ধাঁচের নাটক। শহরের একবাড়ির তিনটি পরিবারের নানা কর্মকাণ্ড উঠে আসবে এ নাটকে। গল্পে গল্পে আরও পরিবার যুক্ত হবে। দর্শক দিনশেষে পারিবারিক ড্রামাগুলোই মনে রাখে। নাটক দেখে মানুষ আনন্দ পাওয়ার জন্য। চেষ্টা করেছি গল্পটিকে যথাযথভাবে তুলে ধরতে।

পান্থ শাহরিয়ারের গল্প ও চিত্রনাট্যে ‘হাওয়াই মিঠাই’ ধারাবাহিক নাটকটি বৃহস্পতিবার থেকে এনটিভিতে প্রচারে আসছে। বৃহস্পতি-শনি সপ্তাহের এ তিনদিন নাটকটি রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে। এরপর পাওয়া যাবে ইউটিউবেও।