কপিল শর্মার ছবি ‘জিগ্যাটো’ মুক্তি পেয়েছে শুক্রবার (১৭ মার্চ)। ছবিটি বলিউডের বক্স অফিসে হতাশ করেছে। দুই দিনে আয় করেছে মাত্র এক কোটি রূপি।
ছবিটি ৪০৯টি পর্দায় মুক্তি পেয়েছে। প্রথম দিনে আয় করেছে মাত্র ৪৩ লাখ রূপি। শনিবার ৬২ লাখ রুপি আয় করেছে ছবিটি। টেলিভিশনে যার অনুষ্ঠান এত জনপ্রিয়, বক্স অফিসে তার ছবির এত করুণ দশা দেখে হতাশ কপিল ভক্তরা।
‘জিগ্যাটো’ সিনেমায় কপিল শর্মাকে একজন খাবার ডেলিভারি কর্মীর চরিত্রে দেখা গেছে। চির চেনা কপিলকে একেবারেই ভিন্ন রূপে দেখা গেছে। এটি কপিলের তৃতীয় সিনেমা।
সিনেমাটি সমালোচকদের প্রশংসা পেয়েছে। হিন্দুস্তান টাইমসের রিভিউতে বলা হয়েছে, ‘কপিল শর্মার বডি ল্যাংগুয়েজ, ভাষা সব কিছুতেই পাঞ্জাবি স্বাদ পাওয়া গেছে। জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে তিনি হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছেন। সিনেমাটি দর্শকের মুখে হাসি ফোটানোর মতো।’

সিনেমাটিতে কপিল ছাড়াও অভিনয় করেছেন শাহানা গোস্বামী, তুষার আচার্য। পরিচালনা করেছেন নন্দিতা দাস।
সূত্র: হিন্দুস্তান টাইমস