ভারতের আসামের সংগীত মহাতারকা জুবিন গার্গের শেষকৃত্য উপলক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কামরূপ জেলায় সরকারি অফিসগুলোও ওইদিন বন্ধ থাকবে।
সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান, জুবিন গার্গের শেষযাত্রা হবে সাদামাটা ও মর্যাদাপূর্ণ। তাঁর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে সীমিত কয়েকটি যানবাহন থাকবে। একটি ছোট বাসে শিল্পীর স্ত্রী, নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধব যাত্রা করবেন। অন্য কোনো গাড়ি শোভাযাত্রায় যুক্ত থাকবে না।
শ্মশানঘাটে পৌঁছালে আসাম পুলিশের একটি বিশেষ দল মরদেহ বহন করবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট ও গার্ড অব অনার দেওয়া হবে। এরপর পরিবারের ইচ্ছানুযায়ী পুরোহিত শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
শেষ বিদায়ের দিন শৃঙ্খলা বজায় রাখতে কড়া নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়াও কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ওইদিন জাগিরোড দিক থেকে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। তবে মেঘালয়গামী যানবাহন চলাচল করতে পারবে। জোরাবাত দিক থেকেও চার থেকে পাঁচ ঘণ্টা যান চলাচলে বিধিনিষেধ থাকবে।
রাজ্য সরকার ইতিমধ্যেই সংগীত মহাতারকার মৃত্যুতে মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে শোক পালন ঘোষণা করেছে।
রবিবার সকালে দিল্লী থেকে মরদেহ গুয়াহাটি পৌঁছালে হাজারো মানুষ পথে নেমে প্রিয় তারকাকে শেষবার দেখার জন্য ভিড় করেন। ভোর ৭টার দিকে লোকপ্রিয় গোপীনাথ বরদোলই আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিতা ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
ওই দিনব্যাপী জুবিনকে শ্রদ্ধা জানাতে স্টেডিয়ামে অন্তত ১৫ লাখ মানুষের সমাগম ঘটে বলেও জানানো হয়। একইভাবে সোমবার সারাদিন জুবিনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার ভক্ত অনুরাগীরা।
সিঙ্গাপুর অবস্থানকালে গত শুক্রবার সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনায় জুবিন গার্গের মর্মান্তিক মৃত্যু হয়। সেখান থেকে তাঁর মরদেহ প্রথমে দিল্লী আনা হয়, পরে রবিবার সকালে গুয়াহাটিতে আনা হয়। ফ্রি প্রেস জার্নাল








