সৌদি প্রো লিগের দল আল নাসেরকে আগামী মৌসুম থেকে কোচিং করানোর প্রস্তাবে ‘না’ করে দিয়েছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তিকে দেয়া সেই প্রস্তাবের অর্থমূল্য বাংলাদেশি মুদ্রায় ১৭’শ কোটির বেশি ছিল।
ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসের ফরাসি কোচ রুডি গার্সিয়াকে বিদায় করে দেয়ার পর নতুন কাউকে খুঁজছে। এজন্য ১৫০ মিলিয়ন ইউরোয় আগামী মৌসুম থেকে দুবছরের জন্য জিদানের সাথে চুক্তি করতে চেয়েছিল মধ্যপ্রাচ্যের ক্লাবটি। বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চ তারকা প্রস্তাবে না বলে দিয়েছেন।
রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদান ২০২১ সালে বার্নাব্যুর দায়িত্ব ছাড়ার পর কোনো ক্লাবে যোগ দেননি। আল নাসেরের সুযোগ ছিল সাবেক শিষ্য রোনালদোর সঙ্গে লস ব্লাঙ্কোসদের দুদফায় সফল কোচিং করানো জিদানের পুনর্মিলনী ঘটানোর।
গত ডিসেম্বরে সৌদি প্রো লিগের দল আল নাসেরে ২১৫ মিলিয়ন ইউএস ডলার রেকর্ড বেতনে যোগ দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগাল মহাতারকা রোনালদো। লিওনেল মেসিসহ আরও অনেক নামীদামী খেলোয়াড়কে সৌদিতে টানার চেষ্টা করে চলেছে লিগ কর্তৃপক্ষ।