চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘সংগীত জীবনে এটি আমাদের স্বপ্নের কনসার্ট’

শিরোনামহীন এর ২৫ বছর পূর্তির কনসার্ট নিয়ে দলনেতা জিয়াউর রহমান জিয়া

চলতি বছরের ১৪ এপ্রিল ২৫ বছর পূর্তি হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাগরিক ব্যান্ড ‘শিরোনামহীন’-এর। সিলভার জুবেলি উদযাপন উপলক্ষ্যে বছরব্যাপী দারুণ সব আয়োজনে মুখর ছিলো দলটি। দেশ বিদেশে হয়েছে কনসার্ট। তবে ২৫ বছর উদযাপনে সবচেয়ে স্মরণীয় ঘটনাটি ঘটতে যাচ্ছে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায়।

এদিন ব্র্যান্ডমিথ-এর আয়োজনে বসুন্ধরা কনভেনশনের ৪ নম্বর হলে সিম্ফনি অর্কেস্ট্রা দল এর সাথে যৌথভাবে পারফর্ম করবে ‘শিরোনামহীন’। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের শ্রোতাদর্শক এরআগে কখনও এমন অভিজ্ঞতার সম্মুখিন হয়নি। সেই সঙ্গে শিরোনামহীনের সাথে একইমঞ্চে পারফর্ম করতে দেশ সেরা ব্যান্ডগুলোর সদস্যরাও প্রতিনিধিত্ব করবেন।

বিশেষ এই কনসার্ট নিয়ে বুধবার দুপুরে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন শিরোনামহীনের প্রতিষ্ঠাতা সদস্য ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া। আসন্ন এই কনসার্টটি নিয়ে ভীষণ উত্তেজিত তিনি। কথা প্রসঙ্গে জিয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যে কনসার্টটি হতে যাচ্ছে, এটা যে কোনো মিউজিশিয়ানের জীবনে আরাধ্য। ‘শিরোনামহীন’ এর একজন হিসেবে যদি বলি, তাহলে বলতে হয়- সংগীত জীবনে এটি আমাদের স্বপ্নের কনসার্ট।

কনসার্টটি কী কারণে বিশেষ, এ বিষয়েও কথা বলেন জিয়া। তিনি বলেন, বাংলাদেশের কোনো ব্যান্ড এর আগে অর্কেস্ট্রার সাথে কোলাবোরেশানে কনসার্ট করেনি এবং গোটা বিশ্বে হাতে গোনা কিছু বিখ্যাত ব্যান্ড রক মিউজিকের সাথে অর্কেস্ট্রা ডিজাইন এর এরকম চমকপ্রদ এবং দীর্ঘ পরিশ্রম সম্বলিত কষ্টসাধ্য আয়োজন করতে সক্ষম হয়েছে।

নিজের সুখকর অনুভূতির কথা জানিয়ে জিয়া বলেন, সত্যি কথা বলতে অসাধারণ অনুভূতি হচ্ছে। শিরোনামহীন এর ২৫ বছরের জার্নি সেলিব্রেট করতে পারছি। গত বছর থেকেই সেটা করার ইচ্ছে ছিলো। কিন্তু কোভিডের কারণে চিন্তায় পড়ে গিয়েছিলাম। পৃথিবীর অবস্থা জানতাম না, শেষ পর্যন্ত বড় আয়োজনে কনসার্টটি করতে পারছি, সেটাই বড় কথা। পুরো ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে স্বপ্নের কনসার্ট।

কথা ছিলো কনসার্টে সরাসরি অংশ নিবে মুম্বাই অর্কেস্ট্রা। কিন্তু নানান জটিলতায় সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তবে দীর্ঘ সময় নিয়ে আমাদের জন্য তৈরী করা তাদের ট্র‌্যাক প্লে হবে কনসার্টে। লাইভ করবে, ঢাকা সিম্ফনি অর্কেস্ট্রা।

মুম্বাই অর্কেস্ট্রার ট্র্যাক নিয়ে শিরোনামহীনকে বহু পরিশ্রম করতে হয়েছে। এ বিষয়ে জিয়া তার অভিজ্ঞতা জানিয়ে আরও বলেন, নানা পথ ঘুরে মুম্বাই অর্কেস্ট্রার সাথে যৌথ পারফর্ম নিয়ে কথা হয়। তাদের সাথে বোঝাপড়াও সম্ভব হলো। অর্কেস্ট্রা কন্ডাকটরও সেট হলো। কিন্তু, অর্কেস্ট্রা মিউজিক ডিজাইন এবং নোটেশন আমাদের করে দিতে হবে, মেটালিকা বা স্করপিয়নসকে যা করতে হয়নি, সেই দ্বায়িত্ব অর্কেস্ট্রেশন ডিজাইনার কনডাক্টর নেয়। শুরু হলো নতুন যুদ্ধ। এখানে শুধু বাজানো, গাওয়ার স্কিল নয়; মিউজিশিয়ানশিপ এর চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। অনেক কিছু জানতে এবং শিখতে হবে। এ ধরনের চ্যালেঞ্জ ‘শিরোনামহীন’ সাধারণত এডভেঞ্চার হিসেবে নেয়, আগেও নেবার অভিজ্ঞতা আছে। কনফিডেন্সটা সেখান থেকেই এলো। প্রায় ৪/৫ মাসের পরিশ্রমে অর্কেস্ট্রেশন ডিজাইন সম্ভব হলো, ১৩ টি গান এবং ১ টি ইন্সট্রুমেন্টাল। নোটেশন স্কোর করে পিডিএফ রেডি করা হলো। ৩ ভলিউম এর এক সেট বই শুধু প্রিন্ট আর বাইন্ড করতেই তিন দিন লাগলো। বইয়ের পাতা ওল্টানোর সময় অনুভব করলাম, কী ধরনের অক্লান্ত পরিশ্রমের ফসল এই বই! মাইকেল কেম্যান এর মতো অর্কেস্ট্রেশন ডিজাইনাররা এধরনের কনসার্টের জন্য কতোটা সময় এবং এফোর্ট দিয়েছেন! আগে অনুভব করার সময়ও পাইনি কীভাবে এই দিন রাত গুলো কেটে গেলো!

২৫ বছর পূর্তি উদযাপনের এই মাহেন্দ্রক্ষণে তিনি বলেন, শিরোনামহীনের শ্রোতা ভক্তঅনুরাগীরাই আমাদের প্রথম ভালোবাসা। দেশের যে কোনো জায়গায় কনসার্টে গিয়ে যখন আমরা দাঁড়াই, তখন আমাদের গানে যে মানুষ গলা মেলায়- এরচেয়ে বড় ঘটনাতো আর হয় না।

বহু কষ্টসাধ্য করে স্বপ্নের কনসার্টটির আয়োজন করছে ব্র্যান্ডমিথ। এজন্য তাদের প্রতি সবচেয়ে কৃতজ্ঞ বলেও জানান শিরোনামহীনের এই দলনেতা। তিনি বলেন, সিম্ফনি অর্কেস্ট্রার সাথে পারফর্মের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেটার বাস্তবায়ন করেছে ব্র্যান্ডমিথ। এতো সাহস নিয়ে যেভাবে কনসার্টটির আয়োজন করছে সেটা অবিশ্বাস্য। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।