এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় প্রেস ক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে বেগম খালেদা জিয়া অসীম ত্যাগ ও সাহসী ভূমিকা রেখে গেছেন। রাজনৈতিক জীবনের অল্প সময় ক্ষমতায় থাকলেও অধিকাংশ সময় আন্দোলন-সংগ্রামের মাধ্যমে রাজনীতি করেছেন বেগম জিয়া।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপসহীন নেতৃত্বের কারণেই বিএনপির নেতা-কর্মীরা সাহসী হয়ে উঠেছেন। তিনি নিজের জীবনের বিনিময়েও কোনো আপস করেননি। খালেদা জিয়াই একমাত্র নেতা, যিনি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে এক মিনিটের জন্যও আপস করেননি।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে বলেন, আজ যারা বিএনপির বিপক্ষে নির্বাচনে অংশ নিচ্ছে, অতীতে তারা স্বৈরাচারের সঙ্গে আপস করেছিল। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে রয়েছে। অতীতে বেগম খালেদা জিয়ার যেমন বিএনপির আলোকবর্তিকা ছিলেন আগামীতে তারেক রহমান হবেন সেই আলোকবর্তিকা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক গণতন্ত্রের জন্য নয়, অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামও করেছেন। দেশের সব জনগণকে সম্পৃক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাবে বলেও তারা জানান।
অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।








