সকল ষড়যন্ত্রের জবাব বলেছেন জায়েদা খাতুন
সাধারণ একজন গৃহিণী থেকে মেয়র প্রার্থী হয়ে আগেই চমক দিয়েছিলেন ষাটোর্ধ্ব জায়েদা খাতুন। এবার নতুন বিস্ময়ের জন্ম দিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থীকে ১৬ হাজারেরও বেশী ভোটে হারিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এই বিজয়ের মধ্য দিয়ে তার ছেলে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে করা সকল ষড়যন্ত্রের জবাব গাজীপুরবাসী দিয়েছে বলে মন্তব্য জায়েদা খাতুনের। প্রধানমন্ত্রী এবং নগরবাসীকে জয় উৎসর্গ করেছেন নবনির্বাচিত মেয়র। সুষ্ঠু ভোট উপহার দেয়ার জন্য সরকার, ইসি পুলিশ এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জায়েদা খাতুন।