চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাতক্ষীরায় গিয়ে মুগ্ধ হয়ে গেলেন জায়েদ

সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় সাতক্ষীরায় গেছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানকার শ্যামনগর উপজেলায় গিয়ে এই নায়কের মুগ্ধতা বেড়ে যায়। সাতক্ষীরা ৪ আসনের এমপি জগলুল হায়দারের প্রতিও তিনি মুগ্ধতা প্রকাশ করেছেন। 

জায়েদ খান জানান, সাতক্ষীরা শ্যামনগরে পিকেএসপির কৃষি প্রাণ বৈচিত্রে ডকুমেন্টরী করার জন্য নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন কার্যালয়ে গেছেন।

Bkash July

তিনি বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী কথা এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। এ কারণে একটি ডকুফিল্মের শুটিংয়ে গেছেন। আমি এসেছি জেনে স্থানীয় এমপি জগলুল হায়দার দেখা করতে এসেছেন। শুটিং স্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আমি মুগ্ধ হয়েছি।

জায়েদ খান জানান, তিনি প্রথমবার ওই এলাকায় গেছেন। তিনি বলেন, সমাজ সচেতনতার একটি কাজে এসেছি। এখানে এসে স্থানীয় এমপিকে জেনেছি। তিনি সত্যিকারের জনগণের সেবক। তার কর্মকাণ্ড সম্পর্কে ফেসবুকে দেখেছি। এবার এই মানুষটির সাথে দেখা হলো। অনেক ভালো লাগছে।

Reneta June

জগলুল হায়দার বলেন, জায়েদ খান সাতক্ষীরা এসেছেন এজন্য তাকে শুভেচ্ছা। সবাইকে সাতক্ষীরার সুন্দরবন দেখার আসার আমন্ত্রণ জানাই।

চিত্রনায়ক জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এই ছবিতে তিনি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন।

Labaid
BSH
Bellow Post-Green View