দেশে বিচিত্র ও উচ্চমূল্যের ফল-ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন অনেক নতুন ও তরুণ উদ্যোক্তা। নতুন প্রযুক্তি, পরিশ্রম আর সাহসিকতায় তারা যেমন বদলে দিচ্ছেন কৃষির চেহারা, তেমনি গড়ে তুলছেন সাফল্যের নতুন দৃষ্টান্তও। ঠিক তেমনই এক উদ্যোক্তা মাগুরার নাছির হোসেন। তার মতে, জলবায়ুর বিরূপ প্রভাবের এই সময়ে কৃষক ও উদ্যোক্তাদের টিকে থাকতে প্রয়োজন ফসলের বীমা বাস্তবায়ন করা।






