এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাহরাইনে চলা ‘ডেভিস কাপ-২০২৪ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫’ টেনিস প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জয় পেয়েছে বাংলাদেশ। দিনের খেলায় বাংলাদেশ দল ২-১ ব্যবধানে ইয়েমেনকে হারিয়েছে।
খেলার প্রথম এককে বাংলাদেশের মোহাম্মদ রুস্তম আলী ৫-৭, ৬-৪, ৬-৪ সেটে ইয়েমেনের মোহাম্মদ মাক্কিকে হারান। দ্বিতীয় এককে বাংলাদেশের জারিফ আবরার ৩-৬, ৩-৬ সেটে ইয়েমেনের আল আনসি হাসানের কাছে হেরে যান।
তবে দ্বৈতের খেলায় বাংলাদেশের হানিফ মুন্না ও জারিফ আবরার জুটি দলটির বিপক্ষে জয় তুলে নেন। মধ্যপ্রাচ্যের দেশটির আল আনসি হাসান ও ইসাক আল হাসান কে ৭-৫, ৬-৪ সরাসরি সেটে হারান। ফলে বাংলাদেশ দল ২-১ ব্যবধানে ইয়েমেনকে হারিয়ে ম্যাচ জিতে নেয়।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে ‘২০২৪ ডেভিস কাপ’। এশিয়া/ওশেনিয়া অঞ্চল থেকে গ্রুপ-৫ এ প্রতিযোগিতা করছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার বাংলাদেশ দল তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।








