এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইতালিয়ান ক্লাব কোমোকে হারিয়ে নিজেদের ৪৬তম হুয়ান গাম্পার শিরোপা জিতেছে বার্সেলোনা। প্রতিপক্ষকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কাতালুনিয়ান বাহিনী। জয় দিয়ে হ্যান্সি ফ্লিক ২৫-২৬ মৌসুম শুরু করলেন। জোড়া গোল পেয়েছেন লামিন ইয়ামাল।
বার্সার আরেক মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে রোববার রাতে মাঠে নামে দুদল। ১৯৬৬ সাল থেকে চলে আসা আয়োজনটি প্রতিবছর মৌসুম শুরুর আগে বার্সার মাঠে অনুষ্ঠিত হয়। ইউরোপের শীর্ষ স্থানীয় যেকোনো দলকে আমন্ত্রণ জানিয়ে একটি শিরোপা নির্ধারণী ম্যাচ খেলে বার্সা। ১৯০৮ থেকে ১৯০৯ সাল পর্যন্ত বার্সার প্রতিষ্ঠাতাকালীন প্রেসিডেন্ট থাকা হুয়ান গাম্পারের স্মরণে আয়োজনটি করা হয়। ১৯৬৬–১৯৯৬ সাল পর্যন্ত চারটি করে ক্লাব খেললেও ১৯৯৭ সাল থেকে নতুন সংস্করণে দুটি ক্লাব খেলে।
ম্যাচে শুরু থেকে সমানতালে খেলেছে দুদল। কোমোর ম্যাচের প্রথম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ বার্সার রক্ষণে বাধা পায়। ২১ মিনিটের মধ্যে ফেরমিন লোপেজের ডানপায়ের শটে এগিয়ে যায় বার্সেলোনা। ১৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লোপেজ। এর দুমিনিট পর মার্কাশ র্যাশফোর্ডের সাহায্যে বার্সার তৃতীয় গোলটি করেন রাফিনহা। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে রাফিনহার অ্যাসিস্টে স্কোরবোর্ডে চতুর্থ গোলটি যোগ করেন ইয়ামাল। প্রথমার্ধের অতিরক্ত সময় সুযোগ হাতছাড়া করেন র্যাশফোর্ড, তার শট গোলপোস্টের পাশ কাটিয়ে চলে যায়।
হালি গোলে এগিয়ে থেকে দারুণ ছন্দে দ্বিতীয়ার্ধ শুরু করে বার্সা। বিরতি থেকে ফিরে পঞ্চম গোল পেতে বেশি বেগ পেতে হয়নি কাতালুনিয়ানদের। বদলি নামা ফেররান তরেসের সাহায্যে নিজের দ্বিতীয় গোলটি পান ইয়ামাল। পরে দুদল বেশকিছু সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি। ৫-০তে শেষ করে শিরোপা জিতে নেয় বার্সেলোনা।
১৬ আগস্ট রাত সাড়ে ১১টায় মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের মৌসুমের প্রথম লা লিগা ম্যাচ।







