বাংলাদেশের তারকা পেসার ইবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক এ সদস্য দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অসুস্থতা বাড়লে সিলেটের একটি হাসপাতালে নেয়ার পথে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
৭৮ বছর বয়সে মারা যাওয়া নিজাম উদ্দিনকে শুক্রবার জানাজার নামাজ শেষে সিলেটে পারিবাবিক কবরস্থানে দাফন করা হবে। ইবাদত বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
ইবাদতের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক পেসার আল-আমিন হোসেন। লিখেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং তোমার ও পরিবারের কঠিন সময়ে শক্তি ও সাহস দিক।’







